নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালানোর সময় দুই দালালসহ ৭ রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড।
রোববার দুপুরে আটকৃকতদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার বিকাল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ভাসানচরের ৩ নম্বর ল্যান্ডিং পয়েন্ট থেকে কোস্টগার্ড পূর্বজোনের চট্টগ্রামের একদল সদস্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আককৃতদের মধ্যে রয়েছেন নৌকার মাঝি (দালাল) সুবর্ণচরের চরজব্বর পূর্ব চরমুজিব গ্রামের মৃত বুলু মাঝির ছেলে জিল্লুর রহমান (২১) ও সমিরহাটের আদর্শগ্রামের মৃত আবুল কালামের ছেলে মো. আলাউদ্দিন (২৮)।
আটককৃত রোহিঙ্গারা হলেন- ৬৩ নম্বর ক্লাস্টারের জি-১ রুমের মৃত শেখ আহমদের ছেলে হাবিবুল্লাহ (৩১), ২৫ নম্বর ক্লাস্টারের এম-৫-৬ রুমের মজিবুর রহমানের ছেলে নুরুল আমিন (১৮), ৫৬ নম্বর ক্লাস্টারের এল-৫-৬ রুমের মৃত আবদুল মোতালেবের ছেলে আবদুস সুকুর (৩৫), ৪৭ নম্বর ক্লাস্টারের ডি-৫-৬ রুমের নুরে আলমের ছেলে মো. নয়ন (২৮) ও ২৮ নম্বর ক্লাস্টারের এম-১১ রুমের সাইফুল ইসলামের ছেলে নুর কবির (১৮)।
ভাসানচর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড ও ভাসানচর স্টেশনের ইআরএ-৪ রাশেদুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেন। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।