তুরস্কের পূর্বাঞ্চলে সড় দুর্ঘটনায় ১২ জন বাসযাত্রী নিহত হয়েছেন, নিহতদের মধ্যে ছিলেন বাংলাদেশী, আফগান ও পাকিস্তানী নাগরিক। ওই দুর্ঘটনায় আরো ২৬ জন বাসযাত্রী আহত হয়েছেন।
তুরস্কের স্থানীয় প্রশাসন এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
রোববার সকালে তুরস্কের মুরাদিয়া জেলায় এ দুর্ঘটনা ঘটে। সড়কের একটি গর্তে পড়ে যাত্রীবাহী বাসটি উল্টে গেলে আগুন ধরে যায়। স্থানীয় দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে।
বাস মালিককে জিজ্ঞসাবাদ করে বাস দুর্ঘটনায় নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
অভিবাসীদের ইউরোপ প্রবেশের জন্য তুরষ্কের ওই এলাকা ব্যবহার করা হয়ে থাকে। তুরস্কের ইস্তাম্বুল ও আঙ্কারায় পৌঁছানোর আগে ইরানের স্থানীয় নাগরিকদের পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের অভিবাসীরা তুরস্কের সীমান্তে প্রবেশ করে।