সিলেট বিভাগে প্রতি দিন বাড়ছে মহামারি করোনাভাইরাসের প্রকোপ। বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৮৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ৯৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।
শনাক্তের হার ৪০ দশমিক ১৪ শতাংশ। এটিই বিভাগে এক দিনে শনাক্তের সর্বোচ্চ রেকর্ড। এর আগে গত ৬ জুলাই সিলেটে সর্বোচ্চ ৩৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়।
বৃহস্পতিবার (৮ জুলাই) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২৫৬ জন, সুনামগঞ্জে ১৬, হবিগঞ্জে ৫১, মৌলভীবাজারের ৬৬ জন রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১০৫ জন।
এর মধ্যে সিলেট জেলায় ১৮ হাজার ৫৩২ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১৭৩, হবিগঞ্জে ৩ হাজার ২ এবং মৌলভীবাজারে ৩ হাজার ৩৯৮ জন আক্রান্ত হয়েছেন। এদিকে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তিনজনই সিলেট জেলার বাসিন্দা।
এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০৫ জন। এর মধ্যে সিলেট জেলার ৪১০ জন, সুনামগঞ্জে ৩৫ জন, হবিগঞ্জে ২২ জন এবং মৌলভীবাজারের ৩৮ জন রয়েছেন।