অনেক প্রতীক্ষার পর বাংলাদেশ ভাঙতে পেরেছে জিম্বাবুয়ের ওপেনিং জুটি। হারারের ২২ গজে থিতু হয়ে যাওয়া মিল্টন সুম্বাকে এলবিডব্লিউ করে প্রথম সাফল্য এনে দিয়েছেন সাকিব আল হাসান।
৬১ রানের মাথায় স্বাগতিকরা হারিয়েছে প্রথম উইকেট। আউট হওয়ার আগে সুম্বা খেলে যান ৪১ রানের ইনিংস। তাতে চারে মার ছিল সাতটি। এ বাঁহাতি খেলেন ৮৩ বল।
জিম্বাবুয়ে একাদশে প্রথম আঘাত হানতে বাংলাদেশ বোলারদের অপেক্ষা করতে হয়েছে ২৮তম ওভার পর্যন্ত। যা ছিল সাকিবের সপ্তম ওভার।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হতে খুব বেশি সময় বাকি নেই। পড়ন্ত বিকেলে আরেকটি সাফল্যের খোঁজে রয়েছে টিম টাইগার্স।
প্রথম ইনিংসে পাঁচ সেশনে ১২৬ ওভার ব্যাট করে বাংলাদেশ ৪৬৮ রান তুলেছে। মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত থাকেন ১৫০ রানে। লিটন দাস ৯৫, তাসকিন আহমেদ ৭৫ ও মুমিনুল হক করেন ৭০ রান।