করোনাভাইরাসের নতুন এক ভ্যারিয়েন্ট নিয়ে আবার দেখা দিয়েছে আতঙ্ক। ডেল্টা ভ্যারিয়েন্টের পর এটি বেশ চিন্তায় ফেলেছে বিজ্ঞানীদের। করোনার এই নতুন ভ্যারিয়েন্টের নাম ‘ল্যামডা’।
গত বছরের ডিসেম্বরে পেরুতে প্রথম করোনার এই ভ্যারিয়েন্টটির সন্ধান পাওয়া যায়। সেখান থেকে পৃথিবীর প্রায় ৩০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে ল্যামডা। সেই তালিকায় রয়েছে ইংল্যান্ডও।
ল্যামডা ভ্যারিয়েন্টও অনেক বেশি সংক্রামক। অন্য যে কোনও ভ্যারিয়েন্টের তুলনায় ল্যামডা ছড়াতেও পারে অনেক দ্রুত এবং অ্যান্টিবডির প্রাচীর ভাঙতেও অনেক বেশি সক্ষম এটি।
ফলে এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নজর এর উপরই বেশি। পরিসংখ্যান বলছে, কিছু ভ্যাকসিন’র প্রাচীর খুব সহজেই ভেঙে ফেলছে ল্যামডা। সে ক্ষেত্রে অন্য ভ্যাকসিন যে এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে খুব একটা কার্যকর হবে, তেমনটা ভাবতে পারছেন না বিজ্ঞানীরা।