চাঁদপুরের মতলব উত্তরে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী পেলেন বেদে পরিবার।
বুধবার (৭ জুলাই) উপজেলার বাংলাবাজার এলাকায় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বেদে পরিবারের মাঝে পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
১১টি পরিবারের প্রত্যেককে খাদ্য সামগ্রী হিসেবে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ,১ কেজি ভোজ্য তেল, গুড়া দুধ দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলা করতে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকা মানুষদের কথা ভেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (খাদ্য সামগ্রী) যাতে উপজেলার অসহায় পরিবারের মাঝে পৌঁছানো যায় এ কারনেই নিজ গাড়িতে করে প্রত্যন্ত এলাকা ঘুরে প্রাপ্য যোগ্য পরিবারের কাছে উপহার পৌঁছে দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
লকডাউন ঘোষণার পর হতদরিদ্র বেদেরা অসহায় হয়ে পড়েন। সামাজিক দূূরত্ব বজায় রেখে বেদে সম্প্রদায়ের লোকজনের হাতে তা তুলে দেন। প্রধান মন্ত্রীর উপহার সামগ্রী পেয়ে খুশি বেদে পল্লীর লোকজন।