চাঁদপুরের লকডাউনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের বিগ্রেডিয়ার জেনারেল আমিনুল আকবর খান বলেন, সবার সঙ্গে সমন্বয় করে চাঁদপুরে কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করছে সেনাবাহিনী ।
বুধবার (০৭ জুলাই) দুপুরে তিনি চাঁদপুর স্টেডিয়াম এলাকায় লকডাউন পরিস্থিতি পরিদর্শন করেন ।
এ সময় তিনি বলেন, আমি কিছু কিছু স্থানে ভিড় দেখেছি, পরে খোঁজ নিয়ে দেখলাম সবাই প্রয়োজনে এসেছেন। বড় বিষয় হচ্ছে মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করছে। টহলরত পুলিশ ও জেলা প্রশাসন জোরালোভাবে কাজ করছে। তাদের সঙ্গে আমাদের সেনাবাহিনীর টিমও চমৎকারভাবে কাজ করছে। বর্তমানে পরিস্থিতি ভালো, আরও ভালো করতে আমরা কাজ করে যাব।
তিনি আরও বলেন, আমরা আমাদের তহবিল ও রেশন থেকে কর্মহীন অসহায় মানুষদের খাদ্যসহায়তা করছি। এছাড়া বিভিন্ন স্থানে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি। কুমিল্লা থেকে চাঁদপুর আসার পথে বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে সহায়তা করেছি।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস বলেন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে চাঁদপুরে সর্বাত্মক লকডাউন পালিত হচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা অবশ্যই আমরা লকডাউনের সুফল পাব। আমরা লকডাউন পরিস্থিতিতে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসহায়তা তুলে দিচ্ছি। এছাড়াও যারা ৩৩৩ নম্বরে ফোন করছেন তাদের বাড়িতে স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা খাদ্যসহায়তা পৌঁছে দিচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর ৩ বীরের অধিনায়ক লে. কর্নেল মো. খায়রুল ইসলাম, টহল কমান্ডার ক্যাপ্টেন মো. সায়েম আকতার, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, মির্জা জাকির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সস্পাদক গোলাম মোস্তফা বাবু প্রমুখ ।