ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফোরিত একটি পাকিস্তানি আর্টিলারি শেল ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা বিস্ফোরক দল।
রোববার বিকাল আখাউড়া উপজেলার খালাজুড়া থেকে আনোয়ারপুর রাস্তার পাশে চাঁনপুর বিলে সেনাবাহিনী কুমিল্লা ক্যান্টনমেন্ট বোম ডিসপোজাল ইউনিটের ক্যাপ্টেন নাদিয়া নুসরাতের নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল আর্টিলারি শেলটি ধ্বংস করে।
উল্লেখ্য, গত বছরের ১১ নভেম্বর আখাউড়া পৌর শহরের নারায়ণপুর বাইপাস সংলগ্ন আলমগীর মিয়ার ভাঙ্গারি দোকান থেকে শেলটি উদ্ধার করা হয়েছিল। ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ব্যবহৃত আর্টিলারি শেলটি অবিস্ফোরিত রয়ে যায় এবং এটি সচল ছিল না।
এ বিষয়ে আখাউড়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, গত বছরের ১১ নভেম্বর আখাউড়া বাইপাস সংলগ্ন আলমগীর মিয়ার ভাঙ্গারির দোকান থেকে শেলটি উদ্ধার করা হয়েছিল। পুলিশ শেলটিকে নিজেদের হেফাজতে রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুমিল্লা সেনাবাহিনীর বোমা বিস্ফোরণ দলকে খবর দেয়া হয়। পরে রোববার বিকালে আর্টিলারি শেলটি ধ্বংস করেন।