জিম্বাবুয়ে সফরে দুই দিনের প্রস্তুতি ম্যাচ থেকে পুরোপুরি ফায়দা তুলেছে বাংলাদেশ। ব্যাটিং হয়েছে দুর্দান্ত। বোলিং পারফরম্যান্সও ছিল অসাধারণ। জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে ম্যাচ ড্র হলেও বাংলাদেশ দেখিয়েছে আধিপত্য। পেসারদের স্বর্গে টাইগার স্পিনাররাও ছিলেন বেশ কার্যকরী।
বাংলাদেশ প্রথমদিনের পুরোটা ব্যাট করে ২ উইকেটে ৩১৩ রান তোলার পর দ্বিতীয় দিনের পড়ন্ত বিকেলে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে করে ২২ রান। চোটের কারণে প্রথম ইনিংসে নামতে না পারা তামিম ইকবাল ১৮ রানে ছিলেন অপরাজিত।
তার আগে স্বাগতিকদের বাংলাদেশ অলআউট করে দেয় ২০২ রানে। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ৩টি করে উইকেট।
বুধবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে নামার আগে প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স আত্মবিশ্বাস দিচ্ছে দলকে। দ্বিতীয় দিনের খেলা শেষে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় মিরাজ বললেন সে কথাই।
‘স্পিনাররা খুব ভালো বোলিং করেছে। বিশেষ করে সাকিব ভাই খুব ভালো শুরু করেছে। আমিও হয়ত সাকিব ভাইকে সাপোর্ট করতে পেরেছি। খুব ভালো লেগেছে। এটা আমাদের দলের জন্য সুবিধা যে, আমরা স্পিনাররাও উইকেট পেয়েছি। টেস্টেও যদি আমরা স্পিনাররা উইকেট পাই তাহলে দলের অনেক উপকার হবে।’
‘আর ব্যাটসম্যানরা খুব ইতিবাচক ছিল। এই আত্মবিশ্বাস আমাদের টেস্টে কাজে লাগবে। এভাবে খেলতে পারলে প্রচুর রান করা সম্ভব।’