রোববার (৪ জুলাই) দুপুরে সামাজিক দূরত্ব রেখে চাঁদপুর স্টেডিয়ামে ২শ জন সিএনজি চালক, ২শ জন অটো ইজিবাইক চালক এবং উপস্থিত ৬ জন হতদরিদ্র ৪০৬ জনের হাতে ৭ কেজি চাল তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ।
এসময় জেলা প্রশাসক বলেন, এই ত্রাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের জন্য উপহার। প্রধানমন্ত্রী সব সময় আপনাদের কথা ভাবেন। ইতোমধ্যে এসব বরাদ্দকৃত ত্রাণ বিতরণ শুরু হয়েছে। রোববার ৪ জুলাই ৪ শতাধিক অটোবাইক ও সিএনজি চালকদের মাঝে খাদ্য (চাল) সহায়তা প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, জেলা প্রশাসন থেকে গত ২ দিনে প্রায় ১৬০ জন দরিদ্র জনগোষ্ঠীকে ত্রান বিতরণ করা হয়। যতদিন পর্যন্ত এরূপ পরিস্থিতি থাকবে,ততদিন আমাদের ত্রাণ বিতরণ অব্যাহত রাখা হবে।