চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নাওড়ায় দুর্বৃত্তদের হামলায় নিহত নুরুল আমিনের স্ত্রী মারা গেছেন।
শনিবার বিকাল সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহতের ছেলে জাকারিয়া বাবু তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
গত বৃহস্পতিবার শাহরাস্তি উপজেলার নাওড়ায় এলাকায় আমিন বাড়ি থেকে সাবেক সমাজসেবা কর্মকর্তা নুরুল আমিনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী কামরুন্নাহারকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢামেকে সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের সহযোগিতায় শুক্রবার কামরুন্নাহারকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখানে শনিবার বিকালে মারা যান তিনি।
এ ঘটনায় নিহতের ছেলে জাকারিয়া বাদী হয়ে শাহরাস্তি থানার মামলা দায়ের করেন। পুলিশ এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।