জাপানের আতামি শহরে ভারি বর্ষণে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিখোঁজ হয়েছেন।
কয়েকদিনের ভারি বর্ষণের পর শনিবার এ ভূমিধসের ঘটনা ঘটেছে।
স্থানীয় একটি টিভির ফুটেজে টোকিওর দক্ষিণপশ্চিমের শহরটিতে ঢালু পাহাড়ি পথ বেয়ে কাদামাটির প্রবল স্রোত নেমে আসতে দেখা গেছে। এতে কয়েকটি বাড়ি চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শহরটি যে প্রশাসনিক অঞ্চলের অন্তর্ভুক্ত, সেই শিজোকুতে গত কয়েকদিনের বৃষ্টিপাত এরই মধ্যে জুলাইয়ের গড় বৃষ্টিপাতকে ছাড়িয়ে গেছে। পার্শ্ববর্তী প্রশাসনিক অঞ্চল কানাগাওয়াতেও অস্বাভাবিক বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
এই বিপর্যয় মোকাবেলায় জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা জরুরি টাস্কফোর্স গঠন করেছেন।
ঘটনাস্থলে পুলিশ, দমকল বিভাগ ও সামরিক বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেছেন।