করোনা ভাইরাস সংক্রমনের লক্ষে সরকার ঘোষিত এক সপ্তাহে সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে দ্বিতীয় দিনে চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসন কঠোর তৎপরতা রয়েছেন।
শুক্রবার (২ জুলাই) উপজেলার পৌর বাজার,সাচার,উত্তর পালাখাল বাজারে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা টহল দেন। এসময় লকডাউন অমান্য করে দোকান খোলায় তাদের জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপায়ণ দাস শুভ।
এদিকে বিনা প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছে তাদের পূনরায় বাড়িতে ফেরত পাঠান প্রশাসন ও পুলিশ সদস্যরা।