চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় লকডাউন এর প্রথম দিনে প্রশাসনের কঠোর অবস্থান।
বৃহস্পতিবার (১ জুলাই) উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল জোরদার থাকায় দোকান পাট ও বিভিন্ন শপিংমল বন্ধ থাকার ফলে সড়কের বিভিন্ন স্থান জনশূণ্য হয়ে পরে।
মতলব সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ও ওসি তদন্ত মোঃ মফিজুল ইসলাম খান এর জোরদার তৎপরতায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি অভিযান অব্যাহত থাকায় কোন প্রকার গণপরিবহনও চলতে দেখা যায়নি। তবে জরুরী প্রয়োজনে ঔষধের দোকান ও হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা লোকজনের কোন প্রকার অসুবিধা হয়নি। কাচাঁ বাজার ও মাছ বাজারেও কেনা কাটায় লোকজনের উপস্থিতি খুবই কম ছিল।
উপজেলা শহরের গুরুত্বপূর্ণ ম্যাক্সি স্টান্ড, সিএনজি স্ট্যান্ড, সরকারি হাসপাতাল গেইট, পানির ট্যাংকির মোড় ও মতলব সেতু এলাকার সড়কগুলোতে লোকজন চলাচলের শূন্যতা চোখে পড়ার মতো। মতলব ঢাকার সংযোগস্থল মতলব সেতুর দুই পাশে পুলিশের টহল জোরদার থাকায় কোন প্রকার গণপরিবহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।