চাঁদপুরের শাহরাস্তিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে গরিব, অসহায় ও দুঃস্থ্যদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ জুন) উপজেলার গরিব, অসহায় ও দুঃস্থ্যদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ৪৩ জনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম,বীর উত্তম।
উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন নাহার কাজল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক,উপজেলা প্রোগ্রাম অফিসার মোঃ শাহজাহানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগীবৃন্দ।