চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করা হয়েছে ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৮ জুন) রাত ১০ টায় এসআই/মোঃ জয়নাল আবেদীন, সঙ্গীয় এএসআই/ধীমান বড়ুয়া, এএসআই/মোঃ মোজাম্মেল হোসাইন, এএসআই/সুজন কুমার দাশ, এএসআই/মোঃ মজির উদ্দিনদের সহযোগীয়তায় হাজীগঞ্জ থানাধীন ১১নং পৌর ওয়ার্ড রান্ধুনীমুড়া সাকিনস্থ ছেরাজ উদ্দিন বেপারী বাড়ী মহিন এর দু-চৌলা টিনশেড ভাড়া ঘরের সামনে হতে ০১ কেজি গাঁজা সহ আসামী ১) মোঃ ওয়াশিম(৩৬), পিতা-মৃত মোঃ নুরুল ইসলাম, মাতা-মৃত ছায়েরা বেগম, (সাং-রান্ধুনীমুড়া, আলী মিয়া বেপারী বাড়ী, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর)কে গ্রেফতার করা হয়।