মগবাজার বিস্ফোরণ ঘটনার দুইদিন পর ওই ভবনের ধংসস্তুপ থেকে ফায়ার সার্ভিস রেসকিউ টিম খুঁজে পেয়েছে নিখোঁজ কেয়ার টেকার হারুনুর রশীদের মরদেহ।
কারো কারো অবহেলার কারণে ওই বিস্ফোরণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে, এমন অভিযোগ এনে থানায় মামলা করেছে পুলিশ।
মগবাজার বিস্ফোরণে অবকাঠামো ও মূল্যবান সম্পদের ক্ষয়ক্ষতি ছাড়াও প্রাণ গেছে অন্তত পাঁচজনের। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অর্ধশত মানুষ।
কাদের অবহেলায় এই হতাহতের ঘটনা জানতে তদন্তে নেমেছে পুলিশ ও গোয়েন্দারা। একইসঙ্গে বিস্ফোরণের কারণ অনুসন্ধানের চলছে তদন্ত কার্যক্রম। মামলা হয়েছে রমনা থানায় বলে জানিয়েছেন রমনা অপরাধ বিভাগের ডিসি মো. সাজ্জাদুর রহমান।
ঘটনার পর থেকেই সেই ভবনের কেয়ার টেকার হারুনুর রশীদকে খুজে পাওয়া যাচ্ছিলো না। বিকেলে ধংসস্তুপের নিচে তার লাশ খুজে পায় ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধার কর্মীরা। পরে আরও লাশের সন্ধানে চলে ডগ স্কোয়াড তল্লাসী।
বিস্ফোরণ ঘটনায় ১৬ ঘণ্টা পর খুলে দেয়া হয়েছে মৌচাক থেকে বাংলামোটর পর্যন্ত ফ্লাইওভার। নিচের রাস্তা চলাচলও স্বাভাবিক।
তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, কি কারণে ওই বিস্ফোরণ এবং কারা জড়িত তা খুঁজে বের করতে আরো সময় লাগবে।