“লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালি” এর নতুন কমিটির অনুমোদন,Charge Handover and Takeover Ceremony সফলভাবে সম্পন্ন হয়েছে ।
গতকাল রাত ৯ টা থেকে ১১ঃ৩০মিনিট পর্যন্ত লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালির শেল্টারে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালির (২০২১-২২) সেশনের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন,Charge Handover and Takeover Ceremony অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
(২০২১_২২) সেশনের জন্য নির্বাচিত হয়েছেন,
১।প্রেসিডেন্টঃলায়ন মোঃমফিজুর রহমান সেলিম
২।১ম ভাইস প্রেসিডেন্টঃলায়ন কিশোর রায়
৩।২য় ভাইস প্রেসিডেন্টঃলায়ন মোঃখোরশেদ আলম
৪।৩য় ভাইস প্রেসিডেন্টঃলায়ন মোঃজুয়েল
৫।সেক্রেটারিঃলায়ন মোঃআরমান চৌধুরী (রবিন)
৬।জয়েন্ট সেক্রেটারিঃলায়ন মোঃমিজানুর রহমান
৭।ট্রেজারারঃলায়ন মোঃফয়সাল খান
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালি এর সাবেক প্রেসিডেন্ট এবং লিও স্ট্যান্ডিং কমিটি ৩১৫বি৩ বাংলাদেশ এর এডভাইজর স্যার,বর্তমান ক্লাব প্রেসিডেন্ট স্যার সহ অন্যান লায়নবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চাঁদপুর রূপালির
১।১ম ভাইস প্রেসিডেন্টঃলিও সজিব দেবনাথ
২।২য় ভাইস প্রেসিডেন্টঃলিও আবুল হোসেন বেলায়েত
৩।সেক্রেটারিঃলিও মোঃপারভেজ মজুমদার
৪।জয়েন্ট সেক্রেটারিঃলিও হাছানুল আজম
এবং সদস্য লিও সোহরাব হোসেন।
নতুন কমিটি কে ফুল দিয়ে বরন করে নেন লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালির আইপিপি এবং পিপি লায়ন্সবৃন্দ। সেই সাথে লিও ক্লাব অব চাঁদপুর রুপালীর সদস্যরাও উপস্থিত ছিলেন।