বগুড়ার নন্দীগ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে মোঃ সুইট (৩৩) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। সে উপজেলার বিজরুল গ্রামের মনসুর আলীর ছেলে।
রবিবার (২৭শে জুন) দুপুরে তার বাড়ির পার্শে পুকুর পারে এই দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত সুইট তার বাড়ির পাশে থাকা পুকুরে আলোর ব্যাবস্থা করতে বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলো। এসময় সে বিদ্যুৎপিষ্ট হয়।
খবর পেয়ে তাকে উদ্ধার করে বিজরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানায় সে মারা গেছে। নিহত যুবক সুইট গরু কেনা বেচার ব্যাবসা করতো। মৃত্যু কালে সে স্ত্রী ও ৩বছরের এক কন্যা সন্তান রেখে গেছে।
খবর পেয়ে ঘটনাস্থল প্রদর্শন করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।