করোনা বিধিনিষেধ অমান্য করে যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক ও বন্ধু গিনা কোলাড্যাঙ্গেলোকে জড়িয়ে ধরে চুম্বনের ঘটনায় শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকককে।
শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে পাঠানো এক চিঠিতে তার এ ধরনের কাজ জনগণকে হতাশ করেছে উল্লেখ করে পদত্যাগের কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় জানিয়েছে, ম্যাট হ্যানককের পরিবর্তে সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদ দেশটির স্বাস্থ্যমন্ত্রী হবেন।
গত ৬ মে যুক্তরাজ্যের দৈনিক পত্রিকা দ্য সান-এ ম্যাট হ্যানককের চুম্বন দেওয়ার ছবি প্রকাশিত হয়।
দেশটিতে চলমান কঠোর করোনা বিধিনিষেধের মধ্যে এই ছবি প্রকাশিত হওয়ায় সরকারের লোকজন নিজেরাই বিধিনিষেধ মানছেন না বলে দেশজুড়ে সমালোচনাও শুরু হয়। এমন পরিস্থিতিতে চাপে পড়ে দেশটির ক্ষমতাসীন সরকার।
ডাউনিং স্ট্রিটের কার্যালয় থেকে বলা হয়েছে, রাণী দ্বিতীয় এলিজাবেথ নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে সাজিদ জাভিদের নিয়োগ অনুমোদন দিয়েছেন।
নতুন নিয়োগ পাওয়া জাভিদ ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশটির অর্থমন্ত্রী এবং ২০১৮ সালে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।