চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ ১জন মাদক কারবারিকে আটক করা হয়েছে ।
রোববার (২৭ জুন) রাত ৯টার সময় সদর মডেল থানায় কর্মরত এসআই/লিলুছুর রহমান সঙ্গীয় অফিসার এএ্সআই/আনোয়ার হোসেন ও ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে অত্র থানাধীন পুরান বাজার ঘোষপাড়া সাকিনে আসামীর রতন মাঝির হোল্ডিং নং- ০৫০০ বসত ঘরের পূর্ব পাশের রুম হতে মাদক ব্যবসায়ী ১। মোঃ রতন মাঝি (৩৬) পিতা- মৃত আঃ রহমান মাঝি, মাতা- পারুল বেগম, সাং- ঘোষপাড়া, রয়েজ রোড, রহমান মাঝি ভিলা, পুরান বাজার, থানা ও জেলা-চাঁদপুর এর হেফাজত হইতে ৩১ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।