রাজশাহীতে বিশেষ লকডাউন বাড়ানোর পরও করোনা রোগীর সংখ্যা ও মৃত্যু আশংকাজনক হারে বাড়ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছেন।
মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে তৃতীয় বারের মতো বিশেষ লকডাউন চলছে। জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসক, পুলিশ ও আওয়ামী লীগ নেতারা মাঠে কাজ করছে। মহানগরীতে পুলিশের কড়া নজরদারী ও চেকিং চলছে।
রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালের বেড সংখ্যা বাড়ানো হচ্ছে।
রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে রাজশাহীর ৪০০ জনের নমুনা পরীক্ষায় ১১৯ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। হাসপাতালে করোনায় ভর্তি আছে ৪২৩ জন রোগী। আইসিইউতে ভর্তি আছে ১৯ জন। গত ২৪ ঘন্টায় করোনা শনাক্তের হার ৩০ শতাংশের উপরে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে প্রাণ হারানো ১৪ জনের মধ্যে রাজশাহীর ৬ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নাটোরের ১ জন ও নওগাঁর ৩ জন।