চাঁদপুরের শাহরাস্তিতে যথাযথ মর্যাদায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (২৩ জুন) বিকাল ৪ ঘটিকায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলাস্থ শাহরাস্তি গেইট(দোয়াভাঙ্গা) থ্রি স্টার কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় বাংলাদেশ আওয়ামী লীগের শাহরাস্তি শাখার উদ্যোগে উক্ত প্রতিষ্ঠাতা বার্ষিকী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামী লীগের শাহরাস্তি উপজেলার বর্তমান সহ-সভাপতি আবদুল ওয়াদুদ। উক্ত সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র লীগের সাবেক কেন্দ্রিয় ছাত্রনেতা মাহবুবুল আলম চৌধুরী।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এক কালের তুখোড় ছাত্র নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডিরী, শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এবং বর্তমান আওয়ামী লীগের শাহরাস্তি উপজেলার সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু।
অনুষ্ঠানের শুরুতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তাগন বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘ ইতিহাস তুলে ধরেন এবং স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের ভূমিকা নিয়ে জ্ঞান গর্ব ইতিহাস উপস্থিত সকলের ও নতুন প্রজন্মের জ্ঞাতার্থে তুলে ধরে আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা তলে একত্রিত হয়ে কাজ করার আহবান জানান। বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সফল রাষ্ট্র নায়ক মাননীয় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও আগামী ২০৪১ সালে এদেশ একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তুলতে যার যার জায়গা থেকে অবদান রাখতে একত্রিত হবার আহবান জানান ।
অনুষ্ঠানে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মীকে তিনটি করে গাছের চারা লাগানোর নিদের্শকে সফল করার লক্ষ্যে স্থানীয় দোয়াভাঙ্গা বাস্ স্ট্যান্ডে আমজনতার মাঝে গাছের চারা বিতরণ করেন। এসময় অতিমারী করোনার হাত থেকে এলাকার মানুষকে বাঁচাতে বাস ,সিএনজি ও পায়ে হাঁটা যাত্রীদের মাঝে মাস্ক সচেতনতা বাড়াতে মাস্ক ব্যবহারে উদ্বুদ করতে মাস্ক বিতরণ করেন।
উল্লেখ্য, উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে দেশের মঙ্গল কামনা সহ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বাংলাদেশ আওয়ামী লীগের সকল প্রয়াত নেতা-কর্মীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত ধরে যেভাবে বাংলাদেশ উন্নয়নের মহা সড়কে উঠে সামনে এগিয়ে যাচ্ছে তাঁর এই নে্ত্রীত্ব যেন আরো বহু বছর অব্যাহত থাকে সেজন্য তার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা ও বর্তমান শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ শাখার সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন তুষার, মেহার উত্তর ইউনিয়ন পরিষদের আসন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী জিয়াউল কবির (দুলাল) সাবেক ছাত্র নেতা ও কারা নির্যাতিত বর্তমান শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ শাখার দপ্তর সম্পাদক সফিউল আলম স্বপন, মেহার দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আক্তারুজ্জামান, মেহার দক্ষিণ ইউনিয়নের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, সহ-দপ্তর সম্পাদক শাহাদাৎ হোসেন (সাজু), সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম (রকি), ইব্রাহিম খলিল পাটওয়ারী, ইস্কান্দর মির্জা সুমন, ফারুক হোসেন, হুমায়ূন কবির হিরু, এফ কাদের বাবু সহ বাংলাদেশ আওয়ামী লী, যুবলীগ ছাত্রলীগের এবং ভ্রাত্রীপ্রতীম সকল সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন।
সভায় শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সকল নেতা-কর্মীর রুহের মাগফিরাত কামনা করেও বিশেষ মোনাজাত করা হয়। মোতাজাত পরিচালনা করেন মাওলানা মোশারফ হোসেন।