মঙ্গলবার (২২ জুন) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার পানির ট্যাংক, হাসপাতাল রোড, রিকশা ও ম্যাক্সিস্ট্যান্ড এবং মতলব সেতুর টোল প্লাজা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা হক।
ইউএনও ফাহমিদা হক বলেন, এ উপজেলায় করোনার সংক্রমণ ক্রমশ বাড়ছে। সংক্রমণ ঠেকাতে আজ এই আদালত পরিচালনা করা হয়েছে। মাস্ক না পড়ার দায়ে এসব এলাকার ১৮ জনকে অর্থদণ্ড দেওয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে। করোনা ঠেকাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।