চাঁদপুরের ফরিদগঞ্জের পৌর ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক বিষপান করে আত্মহত্যার খবর পাওয়াগেছে।
সোমবার (২১ জুন) বিকেলে পৌর এলাকার চরবসন্ত এলাকার বেপারী বাড়িতে এই ঘটনা ঘটে।
জানাযায়, মোস্তফা কামাল সুমন (৪০) ২ সন্তানের জনক ফরিদগঞ্জ পৌরসভা ১নং ওয়ার্ড চরবসন্ত এলাকার বাসিন্দা। শিক্ষা জীবন থেকে সুমন ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, পরবর্তিতে পৌর এলাকার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন করে আসছিলেন তিনি। এছাড়াও রাজনীতির পাশাপাশি এলাকাতে সমাজ সেবার সাথেও সম্পৃক্ত ছিলেন বলে জানিয়েছে এলাকাবাসী। কি কারনে সুমন বিষপান করে আত্মহত্যা করেছে, বিষয়টি কেহু নিশ্চিত করতে পারেন নি।
কি করানে আত্মহত্যা করেছে জানতে চাইলে পরিবারের লোকজন জানান, পারিবারিক কলহের জেরে সুমন অভিমানে বিষপান করে। তাকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ভিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, সুমনের মৃত্যুর বিষয়ে থানায় কেহু কোন অভিযোগ করেন নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে মোস্তফা কামাল সুমনের মৃত্যুর খবরে উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।