মহামারি করোনার কারণে গত বছরের ১৮ মার্চ সারা দেশের প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যায়। করোনা প্রকোপ কিছুটা কমলে গত সেপ্টেম্বরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার সিনেমা হল খোলা হয়। কিন্তু খুলেনি রাজধানীর অভিজাত প্রেক্ষাগৃহ মধুমিতা।
এই দীর্ঘ সময়ে বিগ বাজেটের কোনো সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। যে কারণে মধুমিতা হলও খুলেননি বলে জানান এর কর্ণধার ইফতেখার নওশাদ। এবার শাকিব খান অভিনীত ‘নবাব এলএলবি’ সিনেমা মুক্তির মধ্য দিয়ে দীর্ঘ দেড় বছর পর খুলছে মধুমিতা।
আগামী শুক্রবার (২৫ জুন) অনন্য মামুন পরিচালিত এই সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন ইফতেখার নওশাদ। তিনি বলেন, ‘মানসম্পন্ন সিনেমা মুক্তি না পাওয়ায় আমরা হল বন্ধ রেখেছিলাম। শাকিব খানের সিনেমা দিয়ে ১৪ মাস পর মধুমিতার পর্দা উঠছে।’
ঈদুল আজহায় বড় আয়োজনে সিনেমা মুক্তি পেলে মধুমিতা হল চালু থাকবে। তা নাহলে আবারো হল বন্ধ করে দেবেন। নওশাদ জানান, আপাতত সাড়ে ১২টা, ৩টা ও ৬টার শো চলবে; পরবর্তীতে দর্শক সংখ্যা বাড়লে রাতের শো চালু করা হবে।
‘নবাব এলএলবি’ সিনেমায় শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন—মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। এর আগে ‘নবাব এলএলবি’ ২০২০ সালের ১৬ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল। এ সিনেমার সংলাপে পুলিশকে ‘হেয় করার’ অভিযোগে পর্নোগ্রাফি আইনে এক মামলায় সিনেমাটির পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে গ্রেপ্তার করে পুলিশ। ১৮ দিন কারাবাসের পর চলতি বছরের জানুয়ারিতে জামিনে মুক্তি পান তারা।
পরবর্তীতে ‘নবাব এলএলবি’ সিনেমা হলে মুক্তির জন্য বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হলে ১১টি সংলাপ নিয়ে আপত্তি জানায় প্রতিষ্ঠানটি। দৃশ্যগুলো বাদ দিয়ে সেন্সর বোর্ডে পুনরায় জমা দেওয়ার পর মুক্তির অনুমতি পেয়েছেন নির্মাতা।