করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ঢাকাকে নিরাপদ রাখতে কয়েক জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ছয়টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ জেলায় সর্বাত্মক লকডাউন থাকবে।
সচিব বলেন, এই লকডাউনে আইনশৃঙ্খলা, জরুরি সেবা, পণ্যবাহী ট্রাক এবং অ্যাম্বুলেন্স ছাড়া আর কোন কিছুই চলতে পারবে না। কোন মানুষ চলাচল করতে পারবে না।
ঢাকাকে নিরাপদ রাখতে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসময়ে সরকারি অফিস-আদালত সবকিছুই বন্ধ থাকবে বলেও জানান তিনি।