চাঁদপুরের শাহরাস্তির আন্তঃজেলা মাদক কারবারি নূরুজ্জামান সুমনকে (৪০) ইয়াবা এবং গাঁজাসহ আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ঠাকুরবাজার এলাকা হতে তাকে আটক করা হয়।
শাহরাস্তি থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান ও উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স উপজেলার ঠাকুর বাজারে নূরুজ্জামান সুমনের ব্যবসা প্রতিষ্ঠান আকরাম পোল্ট্রি দোকানে অভিযান চালায়।
এসময় দোকানে তল্লাশী চালিয়ে পুলিশ ৫২ পিস ইয়াবা ও ১শ’ গ্রাম গাঁজাসহ সুমনকে আটক করে।
শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, আটক নূরুজ্জামান সুমন আন্তঃজেলা মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পূর্বের ১০টি মাদক মামলা রয়েছে। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।