মুনিম শাহরিয়ার ব্যাট হাতে ঝড় তুলেছিলেন ইনিংসের শুরুতে। মুশফিকুর রহিম মাঝামাঝি সময়ে। দুজনের দারুণ ব্যাটিংয়ে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে দুইশ’র কাছাকাছি পুঁজি পেয়েছে আবাহনী।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সুপার লিগের লড়াইয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৩ রান তোলে আবাহনী। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টিতে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের সর্বোচ্চ ছিল আবাহনীরই (১৮৩/৫)।
আকাশী-নীলদের ওপেনার মুনিম ২৭ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে যান। মুশফিক ৩২ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন।
লিগপর্বের দেখায় আবাহনীকে হারিয়েছিল মোহামেডান। এবার তাদের জন্য প্রতিশোধের দারুণ সুযোগ।