করোনাভাইরাসের বিরুদ্ধে চীন আরো একধাপ এগিয়ে গেলো। শনিবার ভ্যাকসিন প্রয়োগে ১০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে দেশটি।
মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে, ১ বিলিয়নের বেশি তথা ১০০ কোটির বেশি ডোজ ভ্যাকসিন প্রয়োগ করেছে চীন। এটি একটি বিস্ময়কর মাইলফলক, যা দেশটি অতিক্রম করতে সক্ষম হয়েছে।
চীনের জাতীয় সংস্থা কমিশন (এনএইচসি) এক বিবৃতিতে জানায়, শনিবার পর্যন্ত মোট ১শ ১ কোটি ৪ লাখ ৮৯ হাজার ডোজ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে দেশে। যা বিশ্বব্যাপী প্রয়োগকৃত ২.৫ বিলিয়ন ডোজের ৪০ শতাংশ।
সিনহুয়া প্রতিবেদনে বলা হয়, চীন ১০০-২০০ মিলিয়ন ডোজ প্রয়োগ করতে সময় নিয়েছে ২৫ দিন, ২০০-৩০০ মিলিয়ন ডোজ প্রয়োগে সময় লেগেছে ১৬ দিন এবং ৮০০-৯০০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন প্রয়োগে সময় নিয়েছে মাত্র ৬ দিন।
দেশটিতে ১৮ বছরের কম বয়সীদের দেহেও ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে। বেইজিংয়ের লক্ষ্য হলো, বছরের শেষ নাগাদ কমপক্ষে ৭০ শতাংশ নাগরিককে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা।
চীনে জনসংখ্যা রয়েছে ১৪০ কোটির মতো। সে হিসেবে প্রত্যেককে ২ ডোজ করে ভ্যাকসিন পেলে এরই মধ্যে এক তৃতীয়াংশ লোককে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
যদিও এখনো যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের চেয়ে ভ্যাকসিন প্রয়োগে পিছিয়ে আছে চীন। তবে বর্তমান গতি বজায় রাখতে পারলে দ্রুতই সব দেশকে ছাড়িয়ে যাবে।