চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ইয়াবাসহ মাদক কারবারিকে আটক করা হয়েছে ।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র ইনচার্জ টানটু সাহা জানান, জেলা গোয়েন্দা শাখার এসআই/মোঃ ইমাম হোসেন এএসআই/মোঃ মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ২০ জুন ৪ টার সময় সদর মডেল থানাধীন উত্তর শ্রীরামদী সাকিনের রেলওয়ে ক্লাব রোডস্থ রকেট ঘাটস্থ লিজা স্টোরের পূর্ব পার্শ্বে পাকা সড়কের উপর হতে মাদক ব্যবসায়ী রাসেল গাজী প্রঃ টিক্কা রাসেল (২৫), পিতা-টিক্কা গাজী, মাতা-হালিমা বেগম, সাং-উত্তর শ্রীরামদী, রেলওয়ে ক্লাব রোড (গাজী বাড়ী), ওয়ার্ড নং-৭, চাঁদপুর পৌরসভা, থানা ও জেলা-চাঁদপুর
কে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
তিনি আরো জানান, আসামীর বিরুদ্ধে সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।