ভারতের হয়ে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচে অধিনায়কত্বের রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন ভারতকে দুটি বিশ্বকাপ ট্রফি উপহার দেয়া মহেন্দ্র সিং ধোনি।
ইংল্যান্ডের সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে ভারতীয় অধিনায়ক হিসেবে অনন্য নজির গড়লেন কোহলি। ভারতের হয়ে টেস্টে সর্বোচ্চ ৬১ ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড এখন তার।
ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৬০ টেস্টে নেতৃত্ব দেন মহেন্দ্র সিং ধোনি। তৃতীয় সর্বোচ্চ ৪৯ টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেন সাবেক সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ৪৭টি করে টেস্টে নেতৃত্ব দেন মোহাম্মদ আজহারউদ্দিন ও সুনীল গাভাস্কার।