পুলিশ জানায়, ১৯ জুন শনিবার রাত ৩ টার সময় নতুন বাজার পুলিশ ফাঁড়ীর, ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে সদর মডেল থানাধীন পৌরসভাস্থ বাস টার্মিনাল স্বর্ণখোলা রোডের পশ্চিম পার্শ্বে আসামী মোঃ খোকন গাজীর মুরগীর খামারের সামনে রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ খোকন গাজী (৪২), পিতা- মৃত আব্দুল মতিন গাজী,মাতা- মৃত লাইলী আক্তার, সাং- তালতলা (গাজী বাড়ী), থানা ও জেলা- চাঁদপুর এর হেফাজত হইতে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
আসামীর বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।