চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার দেওয়ানজীকান্দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
১৭ জুন (বৃহস্পতিবার) বিকেলে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
উপজেলা কৃষি অফিসার মো. সালাউদ্দিন এর সভাপতিত্বে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. পাভেল খান পাপ্পু, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খোরশেদ আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, কৃষক মনজুরুল আলম খোকন, জামাল চৌধুরী।
ইউএনও গাজী শরিফুল হাসান বলেছেন, ভাল বীজের মান নিশ্চিতকরনের জন্য বর্তমান সরকার কৃষকদের বীজ উৎপাদনে সক্ষম করে তুলতে কৃষকদের উদ্যোক্তা তৈরীর উদ্যোগ গ্রহণ করেছেন। এই উদ্যোক্তাদের বীজ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কৃষকেরা যাতে মান সম্মত বীজ পায় সেজন্য প্রকল্পটি কাজ করছে। আশা করি কৃষকরা বীজ উৎপাদন করে এবং সঠিক ভাবে সংরক্ষণ করে বীজের ঘাটতি মেটাতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত মাঠ দিবসে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ শতাধিক কৃষক/কৃষাণী উপস্থিত ছিলেন।