পুলিশ জানায়, চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত এসআই/ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া অদ্য ১৭/০৬/২০২১ খ্রিঃ তারিখ ভোর ০৪.২৫ টায় সময় অত্র থানাধীন পৌরসভাস্থ বিপনীবাগ এস এ পরিবহন (প্রাঃ) লিমিটেড এর সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ১) মোঃ মেহেদী হাসান প্রকাশ শান্ত (২১), পিতা- মোঃ খোকন মিজি, মাতা- আরাফাত বেগম লাকী স্থায়ী : গ্রাম- দাসদী (দক্ষিন দাসদী, বেপারী বাড়ী, বর্তমানে সাং- বিপনীবাগ, জাকির হোসেন এর ভাড়াটিয়া) ,থানা ও জেলা-চাঁদপুর এর হেফাজত হইতে ২১ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।