কচুয়া উপজেলা মডেল মসজিদের সভাপতি কেন অন্য ধর্মের?
মডেল মসজিদের সভাপতি সব সময় উপজেলা নির্বাহী অফিসারের আওয়তায় থাকবে,যখন যেই অফিসার থাকে! এখন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার অন্য ধর্মের হলেও আইনগত ভাবে ওনি এটার সভাপতি!কিন্তু কার্যকরী ক্ষমতা উনার কাছে নয়! কার্যকরী ক্ষমতা হলো উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক এর হাতে ।
সুতরাং আমরা পরিপূর্ণ ভাবে না যেনে,না বুঝে বিতর্কিত পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকি।