চাঁদপুরে পুলিশের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে আসিফ মহিউদ্দিন যোগদান করেছেন।
বুধবার (১৬ জুন) তিনি বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধা সরকারের পদে স্থলাভিষিক্ত হন।
আসিফ মহিউদ্দিনের জন্মস্থান চট্টগ্রাম জেলার রাউজানে । তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষে করে ৩১তম বিসিএস উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগের সিএমপি এসি-পাঁচলাইশ জোনে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন । যোগদানের পর কাউন্টার টেররিজম ইউনিটে যোগদান করে জর্ডানে প্রশিক্ষন নেন, পরে তিনি সিএমপি তে বোম ডিস্পোজাল ইউনিটে বিরত্তের সাথে কাজ করে বেশ সুনাম অর্জন করেন।
আসিফ মহিউদ্দিন জানান, চাঁদপুর সদরে অবৈধ অস্ত্র, মাদক ও কিশোর গ্যাং এর ব্যাপারে জিরোটলারেন্স নীতি গ্রহন করা হবে। এগুলোর ব্যাপারে আমার নজর থাকবে বেশি। পুলিশি সেবা প্রদানের ক্ষেত্রে সবচাইতে আন্তরিকতা নিয়ে কাজ করা হবে । আমি সেবার মন নিয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেছি তাই যতদিন এই যায়গায় থাকবো ততদিনে সেবা করে যাবো । আমার কাছে এসে সবাই মন খুলে কথা বলতে পারবে। বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগণের দৌড়গোরায় পৌঁছে দেওয়া হবে এবং কমিউনিটি পুলিশ কে আরও কার্যকর করা হবে। কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও বীরত্বের সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাবেন বলে তিনি ও জানান।