সোমবার (১৪ই জুন) বিকেল ৩টায় নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের দিক নির্দেশনায় এসআই বিকাশ চক্রবর্তী ও এএসআই আবুল কালাম আজাদ সহ সঙ্গীয় ফোর্স গাজীপুর মহানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। মঙ্গলবার (১৫ই জুন) সকালে উক্ত আসামিকে জেল হাজতে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।