চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে শহরের নতুনবাজার এলাকায় মাদক সহ আটক ২ মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৪জুন) বিকাল ৫ ঘটিকার সময় চাঁদপুর সদর মডেল থানাধীন নতুন বাজার পুলিশ ফাঁড়ির এসআই(নিঃ)/মোঃ ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া সদর মডেল থানাধীন পৌরসভাস্থ নতুন বাজার বিসমিল্লাহ রাইচ মিলের পূর্ব পাশে জনৈক আজম ছৈয়াল এর গোডাউনের দক্ষিন পাশের কক্ষ হতে মাদক ব্যবসায়ী ১. মোঃ আলীপুর জামাল (৩৮), পিতা- আব্দুল আলী, মাতা- আমেনা বেগম স্থায়ী : গ্রাম- পালপাড়া (বটতলা) , উপজেলা/থানা- চাঁদপুর সদর, জেলা -চাঁদপুর, ২. মোঃ ইমরান হোসেন (৪২), পিতা- আব্দুল লতিফ, মাতা- সাহিদা বেগম স্থায়ী : গ্রাম- গুনরাজদী (উত্তর গুনরাজদী, ) , উপজেলা/থানা- চাঁদপুর সদর, জেলা –চাঁদপুরদ্বয় এর হেফাজত হতে ২০০গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন।
আরো জানা গেছে, আসামীদ্বয়ের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।