হেভিওয়েট দুই দলের লড়াইয়ে ব্যবধান গড়ে দিল একটি ইনিংস। আবাহনী ওপেনার মুনিম শাহরিয়ারের ৫০ বলে ৯২ রানের ঝড়ো ব্যাটিং দলকে এনে দেয় ১৮৩ রানের বড় পুঁজি। জবাবে তামিম ইকবালের ফিফটির পরও বেশিদূর যেতে পারেনি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৭ রান তোলার পর শুরু হয় বৃষ্টি। ডাকওয়ার্থ ও লুইস মেথডে প্রাইম ব্যাংককে ৩০ রানে হারায় আবাহনী। হেরেও আবাহনীর সমান ১২ পয়েন্ট নিয়ে অষ্টম রাউন্ড শেষে শীর্ষ দুইয়ে রয়েছে দলটি।
বড় লক্ষ্য তাড়ায় নেমে তামিম ছাড়া কেউই ভালো ব্যাটিং করতে পারেননি। ৪১ বলে ৫৫ রান করেন প্রাইম ব্যাংকের অধিনায়ক। তার ইনিংসে ছিল ৮টি চার ও একটি ছয়।
বৃষ্টি থামার পর প্রাইম ব্যাংকের নতুন লক্ষ্য দাঁড়ায় ১৯ ওভারে ১৭৪। ৬ উইকেট হারিয়ে ১৪৩ রানে থামে তাদের ইনিংস।
দুবার জীবন পাওয়া মোহাম্মদ মিঠুন করেন ৩৪ রান। নাহিদুল ইসলাম করেন ১৬ রান।