ঢাকা-১৪, সিলেট-৩ এবং কুমিল্লা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে।
এরমধ্যে ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আগাখান মিন্টু, সিলেট-৩ এ হাবিবুর রহমান এবং কুমিল্লা-৫ আসনে আবুল হাসেম খান মনোনয়ন পেয়েছেন।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ-এর সংসদীয় বোর্ডের এক সভায় তাদের উপনির্বাচনে মনোনয়ন দেওয়া হয়।
ওই সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ-এর সংসদীয় বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
সভাশেষে দলে দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান: সভার সিদ্ধান্ত মোতাবেক জাতীয় সংসদের ৩টি আসনের উপ-নির্বাচনে যথাক্রমে ১৮৭ ঢাকা-১৪ আসনে আগাখান মিন্টু, ২৩১ সিলেট-৩ আসনে হাবিবুর রহমান এবং ২৫৩ কুমিল্লা-৫ আসনে আবুল হাসেম খান-কে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে।