চাঁদপুরের কচুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা উপজেলা যুবলীগের সদস্য, স্বপ্নঘুড়ী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ৮নং কাদলা ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নূরে-ই আলম রিহাতের উদ্যোগে চক মোহাম্মদপুর জামে মসজিদে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
নূরে-ই আলম রিহাত ছাড়াও এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মজুমদার মাহি, কাদলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বাকের মজুমদার, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আমির হোসেনসহ আরো অনেকে। পরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন চক মোহাম্মদপুর জামে মসজিদের খতিব মাওলানা মো. ফরিদ উদ্দিন।