চাঁদপুরের কচুয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী যুবলীগ নেতা নূরে-ই আলম রিহাত চক মোহাম্মদপুর গ্রামবাসীদের সাথে মতবিনিময় করেছেন।
শুক্রবার বাদ জুমা কাদলা ইউনিয়নের চক মোহাম্মদপুর গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সদস্য, স্বপ্নঘুড়ী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ৮নং কাদলা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নূরে-ই আলম রিহাত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মজুমদার মাহি, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বাকের মজুমদার, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আমির হোসেন, সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মহিন গাজি প্রমুখ।
এসময় জাহাঙ্গীর আলম, আব্দুল হকসহ চক মোহাম্মদপুর গ্রামের শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। পরে তিনি চক মোহাম্মদপুর গ্রামের পথচারী চলাচলের কাচা সড়ক পরিদর্শন করেন। বৃষ্টিতে সড়কটি কর্দমাক্ত হওয়ায় পথচারী চলাচলের সুবিধার্থে ইট দিয়ে সড়কটি সংস্কারের প্রতিশ্রুতি দেন।