দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাধীণ ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে মুজিব বর্ষ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার প্রথম পর্যায়ের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
তন্মধ্যে কচুয়া উপজেলার মসজিদটিও রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রকিবুর রহমান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলতানা খানম, কচুয়া থানার অফিসার ইনর্চাজ মো. মহিউদ্দিন, ইসলামী ফাউন্ডেশন চাঁদপুরে উপ-পরিচালক খলিলুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগসহ উপজেলার বিভিন্ন বিভাগীয় সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের লোকজন। প্
রধান মন্ত্রী ভার্চুয়ালি মসজিদ উদ্বোধনের পর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন- সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। এছাড়াও বক্তব্য রাখেন- চাঁদপুরের জেলা প্রশাসক ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।
You have noted very interesting details! ps nice web site.Blog money