বিদায়ী বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বুধবার সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।
মাসিহুজ্জামান সেরনিয়াবাত সেনা দপ্তরে পৌঁছলে সেনাবাহিনী প্রধান তাকে স্বাগত জানান। এ সময় তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় অতিবাহিত করেন। বিদায়ী বিমানবাহিনী প্রধান তার দায়িত্বকালে সার্বিক সহযোগিতার জন্য সেনাপ্রধানকে ধন্যবাদ জানান।
এর আগে বিমানবাহিনী প্রধানকে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
১২ জুন নতুন বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান দায়িত্ব নেবেন।