চাঁদপুরের কচুয়া উপজেলার কোয়া চাঁদপুর গ্রামের কৃতি সন্তান আওয়ামীলীগ নেতা মঞ্জুর আহম্মেদ সুজন ৮ জুন সন্ধ্যায় সবাইকে কাঁদিযে না ফেরার দেশে চলে গেলেন।
বুধবার (৯ জুন)সকাল ১০ টায় কোয়া চাঁদপুর ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।তাঁর জানাজায় দল-মত নির্বিশেষে হাজারও মানুষের ঢল নামে।
এ সময় প্রয়াত এই নেতার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সাবেক রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মোঃ গোলাম হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী, সহ-সভাপতি শহীদ উল্লাহ শহীদ,কাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু, সাবেক ছাত্রলীগ নেতা জাকির হোসেন বাটা, মনির প্রধান, ইকবাল আজিজ শাহীন, জামাল হোসেন সহ অনেকেই।
জানাজা শেষে মরহুমের শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ বাবার কবরের পাশে দাফন করা হয়।
সকালে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে মরদেহ তাঁর বাড়ির সামনে ঈদগাহ নিয়ে আসলে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। সেখানে নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান।
তাঁর মৃত্যুতে কচুয়ায় শোকের ছায়া নেমে আসে।