মাদক নিয়ন্ত্রণে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম সারাদেশে জন্য অনুকরণীয় বলে মন্তব্য করেছেন চাঁদপুর পৌরসভা মেয়র জিল্লুর রহমান জুয়েল।
বুধবার (৯ই জুন) চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ জেলা কার্যালয়ে উদ্যোগে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে করোনা সুরক্ষা সামগ্রী বিতরন করতে গিয়ে এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন চাঁদপুরে এর আগে মাদক বিরোধী এতো অভিযান পরিচালিত হয় নি যা আজ উক্ত দপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে করা হচ্ছে ।যা দেশের যুবকদের কে ধংসের হত থেকে রক্ষা করছেন। করোনা ভাইরাস কোভিড ১৯ হতে সুরক্ষার নিমিত্তে জনসাধারণের মধ্যে বিনামুল্যে করোনা সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার সকালে শহরের বাসস্ট্রেন্ড এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ সুরক্ষা
সামগ্রী বিতরন করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হ্যান্ডসেনিটাইজার বিতরন করেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ মাহমুদ জামান, এন এস আই এর চাঁদপুরের ডি ডি শাহ আরমান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ সরকার, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।