টানা দ্বিতীয় বারের মতো বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই মো. আরিফ হোসেন। সে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের অন্তর্গত মনপুরা মিয়াজী বাড়ির সিরাজুল ইসলামের পুত্র।
রোববার (৬ জুন)বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জ কর্তৃক আয়োজিত অভিন্ন মানদন্ডের আলোকে মে মাসের মূল্যায়নে এসআই আরিফ হোসেনের হাতে এ পুরষ্কার তুলে দেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম(বার)।
মোঃ আরিফ হোসেন মানবতার সেবায় কাজ করার লক্ষে ২৩ নভেম্ভর ২০১৩ খ্রীঃ বাংলাদেশ পুলিশ বাহিনীতে এস আই পদে যোগদান করেন।
টানা দ্বিতীয় বারের মতো বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হওয়ায় এলাকার সুশীল সমাজ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগনের মাঝে উৎসব মুখর আলোচনা বিরাজ করছে। মোঃ আরিফ হোসেন আগামীদিনে নিজ গ্রাম তথা কচুয়ার আরো সুনাম বয়ে আনবে প্রত্যাশা এলাকা বাসীর।