চাঁদপুরের কচুয়া উপজেলার পৌরসভাধীন কড়ইয়া তালুকদার বাড়ি নিবাসী মরহুম মোঃ আলী আক্কাছ তালুকদার (৬৭) র’ কুলখানি ৭ জুন সকালে নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, হাজিগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফের পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী,সভাপতি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত। এ ছাড়া উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত সভাপতি আলহাজ্ব মৌলভী মোঃ আব্দুল হক, উপদেষ্টা আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন মাহমুদ,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আব্দুল হক মাষ্টার,প্রচার সম্পাক মাওলানা মোঃ তাজুল ইসলাম চাঁদপুরী, সহ প্রচার সম্পাদক সাংবাদিক আফাজ উদ্দিন মানিক, কচুয়া পৌর সভাপতি আলহাজ্ব মোঃ আঃ ছাত্তার ,কড়ইয়া ইউনিয়ন সভাপতি আলহাজ্ব মোঃ আমির হোসেন বিকম,সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমূখ।
মোঃ আলী আক্কাছ তালুকদার গত ৪ জুন ভোররাত ৩ টা ৪০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে ১ মেয়ে, ৩ ভাই ১বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। একইদিন বেলা ৩ টায় কড়ইয়া আল-করিম জামে মসজিদ প্রাঙ্গনে মাওলানা মোঃ আবুল হাশেম শাহ মিয়াজির ইমামতিতে অসংখ্য মুসুল্লীর উপস্থিতিতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুম মোঃ আলী আক্কাছ তালুকদার কচুয়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উপদেষ্টা, আবেদ শাহ( রাঃ) মুরিদান এবং সাবেক জনতা ব্যাংক ম্যানেজার ছিলেন।