‘পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন প্রাণী সম্পদ প্রদর্শণীর আয়োজন’ এই প্রতিপাদ্যকে লালন করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুন)সকালে উপজেলা পরিষদের প্রাঙ্গণে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগীতায় প্রাণীসম্পদ অধিদপ্তর কতৃক উপজেলা পর্যায়ে এ প্রদর্শণীর আয়োজন করা হয়।
প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২১ কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব সেক্টরে উন্নয়ন হচ্ছে। বাদ পড়ছে না কোন সেক্টর। খাদ্য উৎপাদনের পাশাপাশি প্রাণী সম্পদ উৎপাদনেও দেশ আজ স্বয়ংসম্পূর্ণ। খামারীরা করোনাকালীন প্রণোদনা পাচ্ছে। এটা আওয়ামী লীগ সরকারের অবদান।
তিনি বলেন, মতলবের সকল উন্নয়ন কাজগুলো আমি সমাপ্ত করবো। এজন্য বিভিন্ন মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করতেছি। আপনারা আমাকে সহযোগিতা করেন এবং দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান এর সভাপতিত্বে ও মাইনুদ্দিন চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফারুক হোসেন। আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিবা শাপলা, মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মোঃ মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, শহীদ উল্লা প্রধান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা ছাত্রলীগের সাবেক আহŸায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, ডেইরী খামার প্রকল্পের সাধারণ সম্পাদক মোঃ ওয়াজকুরুনী, উপজেলা পোল্ট্রি সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ প্রমূখ। এসময় সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।